• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৪৩:০৯ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৪৩:০৯ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে ১৫২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে লক্ষাধিক শিক্ষার্থী

১৫ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:২৬:১৮

সিলেটে ১৫২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে লক্ষাধিক শিক্ষার্থী

সিলেট প্রতিনিধি: শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশের মতো সিলেটেও এ পরীক্ষা শুরু হয়।

সিলেট শিক্ষা বোর্ড সুত্রে গেছে, এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৯৩৫ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৯ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র হচ্ছে ৪৫ হাজার ১১১ জন এবং ছাত্রী ৬৪ হাজার ৪৪৩ জন। ছাত্রের চেয়ে ১৯ হাজার ৩৩২ জন ছাত্রী বেশি।

এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছেন ২৪ হাজার ২২৮ জন। এরমধ্যে ছাত্র ১০ হাজার ৫১৬ জন ও ছাত্রী ১৩ হাজার ৭১২ জন। মানবিকে ৭৭ হাজার ৯২৭ জন এরমধ্যে ছাত্র ৩০ হাজার ৮৭৪ জন ও ছাত্রী ৪৭ হাজার ৫৩ জন। আর বাণিজ্য বিভাগে ৭ হাজার ৩৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৭২১ জন ও ছাত্রী ৩ হাজার ৬৭৮ জন।

এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৩টি কেন্দ্র বাড়ানো হয়েছে আর শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ৪ টি। ১৫২টি কেন্দ্রের মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৩৪, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে রয়েছে ৩২টি।

৯৩৫ টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিলেটে ৩৫৮ টি, সুনামগঞ্জে ২২২ টি, মৌলভীবাজারে ১৮৮ টি ও হবিগঞ্জে ১৬৭ টি।

এবার মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮৮ হাজার ২৬৯ জন, অনিয়মিত ২১ হাজার ২৪৬ ও মানোন্নয়ন ৩৯ জন। নিয়মিতদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৭৬ জন ও ছাত্রী ৫২ হাজার ৬৯৩ জন। অনিয়মিতদের মধ্যে ছাত্র ৯ হাজার ৫০৭ জন ও ছাত্রী ১১ হাজার ৭৩৯। মানোন্নয়ন ৩৯ জনের মধ্যে ২৮ জন ছাত্র ও ১১ জন ছাত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭