• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা মাঘ ১৪৩২ সকাল ০৮:১৫:১১ (16-Jan-2026)
  • - ৩৩° সে:

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

১০ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৫৩:০৭

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

খুলনা ব্যুরো: খুলনার ডুমুরিয়ায় ইটবাহী ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছেন।

Ad

১০ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

এ ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকান্ত সাহা জানান, খুলনা-চুকনগর সড়কের খর্নীয়া পেট্রোল পাম্পের পাশে ড্রামট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ডুমুরিয়া উপজেলার জিয়ালতলা গ্রামের বিশ্বজিত বিশ্বাস (৩৫), তার শ্বাশুড়ী অমরী ঢালী (৫৫), বিশ্বজিত বিশ্বাসের শ্যালক অপু ঢালীর স্ত্রী নিপা ঢালী (২৮) ও আঙ্গারদহ গ্রামের সাব্বির মোড়ল (২৫) নিহত হয়।

গুরুতর আহত অবস্থায় বিশ্বজিতের মেয়ে অর্ণি বিশ্বাস (৪), ছেলে অর্জিত বিশ্বাস (৬) ও স্ত্রী অন্তিমা বিশ্বাসকে (২৮)  প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অর্নি বিশ্বাসকে (৪) মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানায়, ঘাতক ডাম্পার ট্রাকটিকে আটক করা হয়েছে। 

এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন বলে তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আইসিএমএবি’র নতুন সভাপতি কাওসার আলম
আইসিএমএবি’র নতুন সভাপতি কাওসার আলম
১৬ জানুয়ারী ২০২৬ রাত ১২:৪৪:৫৮





বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল!
বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল!
১৫ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪০:১৫




Follow Us