• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৪৯:০৮ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৪৯:০৮ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জয়পুরহাটে হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন জেল

৭ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:২০:২৬

জয়পুরহাটে হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন জেল

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সালেহ মোহাম্মদ হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

৭ ফেব্রুয়ারি বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তদের বাড়ি জেলার পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে ২ জন পলাতক রয়েছেন। এছাড়া এ মামলা থেকে ৫ জনকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর চকপাড়া গ্রামের মৃত আলতাফের ছেলে সালেহ মোহাম্মদের সাথে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ২০০৯ সালের ২ মে সকালে আসামিরা সংঘবদ্ধ হয়ে সালেহ মোহাম্মদকে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় পাঁচবিবি থানায় ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আজিজুল হক। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ