• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৪৯:৪১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৪৯:৪১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুর এভারকেয়ার হাসপাতালকে জরিমানা

৩১ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:০০:৩৫

সৈয়দপুর এভারকেয়ার হাসপাতালকে জরিমানা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বঙ্গবন্ধু সড়কে অবস্থিত এভারকেয়ার হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। একই সাথে হাসপাতালের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে।

৩১ জানুয়ারি বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

সূত্র জানা যায়,  এভারকেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে পরিচালিত প্রতিষ্ঠানটি কোনো নিবন্ধন (রেজিস্ট্রেশন) ছিল না। অবৈধভাবে গত দুই মাস ধরে এর সেবা কার্যক্রম চলছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় এভার কেয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে নাম ব্যবহার ও নিবন্ধন না থাকায় হাসপাতালটি কার্যক্রম স্থগিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি চিকিৎসক চন্দন রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. আলেমুল বাশার, বিদ্যুৎ কুমার রায়,আলতাফ হোসেন প্রমুখ।

এ ছাড়াও থানা পুলিশ অভিযানে অংশ নেয় বলে জানান সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ