• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৫৪:১৯ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৫৪:১৯ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাগুরায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

২৮ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৪১:৫৯

মাগুরায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি: মাগুরা প্রেসক্লাবের অভ্যন্তরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা সাংবাদিক সমাজ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

২৮ জানুয়ারি রোববার দুপুরে মাগুরা প্রেস ক্লাবের সামনের সড়কে সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

একাত্তর টেলিভিশনের সাংবাদিক শরীফ তেহরান আলমের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন এখন টেলিভিশন ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি রুপক আইচ, সময় টেলিভিশনের সংবাদিক শেখ ইলিয়াস মিথূন, এস এ টেলিভিশনের সংবাদিক আব্দুল আজিজ, মাইটিভির সাংবাদিক আশরাফুল আলম সাগর, রিপোটার্স ইউনিটির সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক ইউনুস আলী।

মানববন্ধনে বক্তারা বলেন, মাগুরা প্রেস ক্লাব দীর্ঘ দিন ধরে কোনো কার্যনির্বাহী কমিটি ছাড়ায় বছরের পর বছর ধরে চলছে। যার ফলে প্রথমসারির অনেক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীর বিচার দাবি করা হয় মানববন্ধন থেকে। মানববন্ধন শেষে র‌্যালি নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে স্মারক লিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, ২৭ জানুয়ারি সন্ধ্যায় প্রায় ২০ জন সাংবাদিক মাগুরা প্রেস ক্লাবের সাংবাদিক কক্ষে প্রবেশের পর পরই মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমেদ খানের ভাতিজা রাশেদ খান এস এ টিভির সাংবাদিক আজিজের উপর হামলা করে তাকে আহত করে। এ সময় তার মোবাইল ভাঙচুর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭