• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:৩৮:৫৫ (05-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:৩৮:৫৫ (05-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বান্দরবানে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:০১:৫৩

বান্দরবানে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে বান্দরবান পৌরসভার মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা এবং গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ।

এ সময় তিনি বলেন, দর্শকের জনপ্রিয়তা অর্জন করে এশিয়ান টিভি আজ ১২ বছরে পদার্পণ করেছে। বিশেষ করে এই টিভি চ্যানেল বান্দরবানের বিভিন্ন উন্নয়ন ও সার্বিক বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। আজকের বর্ষপূর্তি অনুষ্ঠানে ভিন্ন ধরনের আয়োজন দেখে আমার খুব ভালো লেগেছে। এই কনকনে শীতে গরীব ও অসহায়দের কথা চিন্তা করে কম্বল বিতরণ করেছে। এটি একটি মহৎ উদ্যোগ। আমি এশিয়ান টিভির প্রতিনিধির সার্বিক সাফল্য কামনা করি।  

এশিয়ান টিভির বান্দরবান জেলা প্রতিনিধি নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক ও এনটিভি ও যুগান্তরের প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, বাংলাভিশনের প্রতিনিধি আল ফয়সাল বিকাশ, ৭১ টিভির প্রতিনিধি জহির রায়হান, সমকালের প্রতিনিধি উজ্জল তঞ্চগা, আর টিভির প্রতিনিধি শাফায়েত হোসেন ও একুশে টিভির প্রতিনিধি নজরুল ইসলাম টিটুসহ জেলার কর্মরত সাংবাদিকরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বড়লেখায় ২ দিন ধরে কিশোর নিখোঁজ
৫ অক্টোবর ২০২৪ রাত ০৮:১২:০৩