• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৫৪:৪৯ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৫৪:৪৯ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রচণ্ড শীতে নবীনগরের জনজীবনে স্থবিরতা

১৮ জানুয়ারী ২০২৪ সকাল ১০:০৩:০৬

প্রচণ্ড শীতে নবীনগরের জনজীবনে স্থবিরতা

ব্রাহ্মণবাড়িয়া (পশ্চিম) প্রতিনিধি: প্রচণ্ড শীতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। প্রচণ্ড শীতের কারণে রাস্তাঘাট একেবারে ফাঁকা, বিশেষ প্রয়োজন ব্যতীত কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না।

কিছু কিছু দোকানপাট খোলা থাকলেও সেরকমভাবে ক্রেতারা দোকানে আসছেন না। এছাড়াও এখন বোরো ধান আবাদ করার জন্য জমি প্রস্তুত করা ও ধানের চারা রোপণের সময়। কিন্তু শীতের কারণে কৃষকরা মাঠে নামতে পারছেন না।

উপজেলার বাঙ্গরা গ্রামের কৃষক আবু হানিফ বলেন, জমি প্রস্তুত করে রেখেছি চারা রোপণ করার জন্য, প্রচণ্ড শীতের কারণে কাজের লোক পাওয়া যাচ্ছে না। কিছুদিন যাবৎ মাঝেমধ্যে দুপুরের দিকে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমছে না।

এদিকে তীব্র শীতের কারণে কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, প্রচণ্ড ঠান্ডায় শিশু ও বৃদ্ধদের মধ্যে ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে তাই শিশুদের তরতাজা ও গরম খাবার খাওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন এবং গরম কাপড় পরিধান ও বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ারও পরামর্শ দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ