• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:০৯:৫৬ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:০৯:৫৬ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালাইয়ে আমন ধান-চাল সংগ্রহ শুরু

৭ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৩:০৯:০৫

কালাইয়ে আমন ধান-চাল সংগ্রহ শুরু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: চলতি মৌসুমে সরকারিভাবে জয়পুরহাটের কালাইয়ে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ৬ ডিসেম্বর বুধবার বিকেলে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।    

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সালেহ মোহাম্মদ ইমরান, খাদ্য পরিদর্শক শফিউর রহমান, চাউল-কল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদারসহ চাল ব্যবসায়িরা।

এবার সরকার নির্ধারিত মূল্য প্রতি কেজি আমন ধান ৩০ টাকা এবং প্রতি কেজি চাল ৪৪ টাকা। তবে আমন আতপ চালের দাম ৪৩ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে।

সরকারি গুদামে সরবরাহ করা চালের মূল্য চাউলকল মালিকদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য পরিদর্শক শফিউর রহমান।

তিনি আরও জানান, আমন মৌসুমে কালাই খাদ্যগুদাম ৪৪২ মে.টন ধান ও ১ হাজার ৫৪৬ মে.টন সিদ্ধ চাল কেনা হবে। সরকারিভাবে ধান-চাল সংগ্রহের এই কার্যক্রম চলবে আগামী ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ