• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ১২:৩০:৪৪ (10-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ১২:৩০:৪৪ (10-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে চা-বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

২১ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৩৩:৩৮

সিলেটে চা-বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেটের এয়ারপোর্ট থানাধীন পাঠানটুলা গুয়াবাড়ি এলাকার আলী বাহার চা বাগানের কাটা টিলা থেকে সিতেশ চন্দ গোপ (৪০) নামের এক যুবকের হাত কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২১ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মরদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহত যুবক হবিগঞ্জ সদরের ৮ নং ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের রাখাল চন্দ গোপের ছেলে।

জানা গেছে, মরদেহের একটি হাত ছিল না। সেটি শিয়াল খেয়ে ফেলেছে বলে স্থানীয়দের ধারণা। তবে মরদেহের পাশ থেকে একটি ছুরি ও রক্তমাখা শার্ট উদ্ধার করেছে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন। তিনি বলেন, নিহতের বড় ভাই গোপেশ চন্দ গোপ মরদেহের পরিচয় শনাক্ত করেছেন।

নিহতের বাবার বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকদিন আগে সিতেশ চন্দ তার স্ত্রীকে নিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং সেখানে তিনি তার স্ত্রীকে ভর্তি করান। মঙ্গলবার রাতে তার একটি সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু ১৯ নভেম্বর রোববার থেকে সিতেশ নিখোঁজ রয়েছেন। সোমবার তার পরিবারের পক্ষ থেকে জালালবাদ থানায় একটি জিডি করা হয়।

এর আগে বেলা ২টার দিকে স্থানীয়রা পাঠানটুলা গুয়াবাড়ি এলাকার আলী বাহার চা বাগানের কাটা টিলায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে এয়ারপোর্ট থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করা হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন সিপন বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মিরপুরে পৃথক অভিযানে গ্রেফতার ৮
৯ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫১:০৪


কুষ্টিয়ায় বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু
৯ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৩২:৩১