• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪০:১২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪০:১২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শেখ হাসিনাকে ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই: মমতাজ

৮ নভেম্বর ২০২৩ সকাল ০৮:৪৯:৫১

শেখ হাসিনাকে ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই: মমতাজ

মানিকগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি: আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার জন্য এবং দেশের উনয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই মিলে নৌকার বিজয় এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আমাদের যেখানে যা করা দরকার আমরা তাই করব। যে যাই বলুক, আপনাদের কোনো ভয় নেই। যেকোনো মূল্যেই হোক আমাদের শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার জন্য এবং দেশের উনয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমি আপনাদের মতো শেখ হাসিনার একজন কর্মী। সেই কর্মী হয়েই আপনাদের একটা কথা বলি, আপনাদের ওপর জননেত্রী শেখ হাসিনার অগাধ আস্থা ও বিশ্বাস রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা একজন তৃণমূল কর্মীবান্ধব ও জনবান্ধব নেতা। শেখ হাসিনা একটা কথাই বলেন, আমার বিপদের সময়, দল পরিচালনার সময় এবং আমাকে ক্ষমতায় আনতে একনিষ্ঠভাবে সর্বক্ষণ যারা নিবেদিত প্রাণ, তারা হলো তৃণমূলের নেতাকর্মীরা। এই তৃণমূলের কর্মীদের জন্যই আমি বেঁচে আছি। এই কর্মীদের জন্যই আমি ক্ষমতায় আসি। এই কর্মীদের জন্যই আমি দল পরিচালনা করতে পারি। এই তৃণমূলের কর্মীরাই আমাকে বারবার দল পরিচালনার দায়িত্ব দিচ্ছে।

উপজেলা হলরুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চুর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির মানিকগঞ্জ জেলার সমন্বয়ক মো. ইসমাইল হোসেন বক্তব্য রাখেন । এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ