• ঢাকা
  • |
  • সোমবার ২২শে পৌষ ১৪৩২ সকাল ০৭:২৮:৪৬ (05-Jan-2026)
  • - ৩৩° সে:

আইডিইবি ভবনে হামলার প্রতিবাদে সৈয়দপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন

৩১ অক্টোবর ২০২৩ রাত ০৯:১০:৪৯

আইডিইবি ভবনে হামলার প্রতিবাদে সৈয়দপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: বিএনপির মহাসমাবেশ থেকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ( আইডিইবি) প্রধান কার্যালয় ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

Ad

৩১ অক্টোবর মঙ্গলবার সৈয়দপুর আইডিইবির নিজস্ব ভবন সাহেব পাড়া কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন পালন করা হয়।

Ad
Ad

এ সময় বক্তব্য রাখেন আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য আজিজুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সৈয়দপুর শাখার সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নিজামুল হকসহ অনেকে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সৈয়দপুর শাখার সহসভাপতি মোঃ শহীদুল ইসলাম।  

এ সময় তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এ সংগঠনটি অংশগ্রহণ করে। দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়ন ও উৎপাদনে আমরা অগ্রণী ভুমিকা পালন করে থাকি। এটি একটি অরাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। ৫৩ বছর থেকে আমরা দেশের সেবায় অবদান রেখে চলেছি।

কেন্দ্রীয় কার্যালয়ে যারা হামলা, ভাংচূর ও অগ্নিসংযোগ করেছে সিসিটিভির ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে শাস্তি দেয়ার দাবি জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা বাঘ উদ্ধার
হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা বাঘ উদ্ধার
৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:২৪



Follow Us