• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৫০:৪৬ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৫০:৪৬ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাংচুর

৩০ অক্টোবর ২০২৩ সকাল ১১:১৬:০৩

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাংচুর

স্টাফ রিপোর্টার, গাজীপুর: বেতন বাড়ানোর দাবিতে ৬ষ্ঠ দিনের মতো গাজীপুরে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। রোববার বিক্ষোভ চলাকালে মহানগরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা বেশ কয়েকটি যায়গায় ভাংচুর করেছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এ সময় তারা একটি পিক-আপে আগুন ধরিয়ে দেয়।

পোশাক শ্রমিকদের এ বেতন বৃদ্ধির আন্দোলন গত ২৩ অক্টোবর সোমবার শুরু হয় কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কয়েকটি কারখানায়। এরপর দিন যত যাচ্ছে শ্রমিকরা ততোই বিক্ষুব্ধ হয়ে উঠছে। শ্রমিকদের এ আন্দোলন ছড়িয়ে পড়েছে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায়।

খোঁজ নিয়ে জানা যায়, ২৯ অক্টোবর রোববার সকালে মহানগরের কাশিমপুর এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। শ্রমিকরা এ সময় বেশকিছু কারখানায় ভাংচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর বেলা ১১টার দিকে মহানগরীর কোনাবাড়ি এলাকায় শুরু হয় বিক্ষোভ। স্ট্যান্ডার্ড  কারখানা ও কোনাবাড়ি বিসিকের বিক্ষুব্ধ শ্রমিকরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুঁড়ে। পরে পুলিশ রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, রোববার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়। তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩