• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:৪৫:১৮ (14-Dec-2025)
  • - ৩৩° সে:

নীলফামারীতে শিয়ালের কামড়ে আহত ৬

২৭ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:০১:২৯

সংবাদ ছবি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে শিয়ালের কামড়ে আহত হয়েছেন অন্তত ছয়জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজী দলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad

আহতরা হলেন, ওই ওলাকার ফজলার বাবুর স্ত্রী রুবি বেগম (৩২), তার ছেলে ওমর ফারুক (২), মেয়ে মিম আক্তার (৮), হুমায়ূন কবিরের স্ত্রী উর্মি বেগম (২৪), কেনা মাহমুদের ছেলে তায়েবুল ইসলাম (৩৫) ও মজিবরের ছেলে আনিছুর রহমান (৪৫)।

Ad
Ad

স্থানীয়রা জানান, সকালে আনিছুর রহমান নামে এক ব্যক্তি বাড়ির পাশে ছাগল বাঁধার জন্য গেলে হঠাৎ জঙ্গল থেকে একটি শিয়াল বের হয়ে আসে এবং ছাগলটিকে ধরে ফেলে। আনিছুর রহমান ছাগলটিকে বাঁচাতে গেলে শিয়ালটি তার উপর আক্রমণ চালায়। তার হাত-পায়ে কামড় দেয়। এক পর্যায়ে আনিছুর রহমান চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এলে শিয়ালটি পালিয়ে গিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। সেই বাড়িতে থাকা তিনজনকে কামড়ে আহত করে। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় আরও দুইজনকে কামড় দিলে স্থানীরা শিয়াটিকে আটক করে মেরে ফেলে। ছয়জনের হাত-পায়ে ও গালে কামড়ের দাগ রয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বিটু বলেন, সকালে আমি ঘটনাটি শুনে দ্রুত ঘটনাস্থলে যাই এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নওরিন জাহান জানান, শিয়ালের কামড়ে ছয়জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত শিশুসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ফতুল্লায় লঞ্চ বাল্কহেড সংঘর্ষ
১৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪৩:৪৫



সংবাদ ছবি
সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই
১৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৩৫:২৮

সংবাদ ছবি
বাসাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
১৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:২৮:২৮


সংবাদ ছবি
মতলব উত্তরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
১৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:১৭:৩৬



সংবাদ ছবি
বিকেলে প্রধান বিচারপতি বিদায়ী অভিভাষণ দেবেন
১৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:৪৭


Follow Us