• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৮:২৫:৫১ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৮:২৫:৫১ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফিলিস্তিনে ইসরায়েলির গণহত্যা বন্ধের দাবিতে সৈয়দপুরে সাংবাদিকদের মানববন্ধন

১৯ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:২৭:২৭

ফিলিস্তিনে ইসরায়েলির গণহত্যা বন্ধের দাবিতে সৈয়দপুরে সাংবাদিকদের মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি: ফিলিস্তিনে দখলদার ইয়াহুদি সন্ত্রাসীদের আগ্রাসনের প্রতিবাদে ও নির্বিচার গণহত্যা বন্ধের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন করেছে সাংবাদিকরা। ১৯ অক্টোবর বৃহস্পতিবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় ১ ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন দৈনিক আমার সংবাদ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন। দৈনিক জনকন্ঠ ও আনন্দ টিভির সৈয়দপুর প্রতিনিধি মিজানুর রহমান মহসিনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর সৈয়দপুর প্রতিনিধি সৈয়দা রুখসানা জামান শানু, ডেইলি অবজারভার নীলফামারী জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ সাবের, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি জিকরুল হক, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মো. মাইনুল হক, দৈনিক ভোরের পাতা সংবাদাদাতা জয়নাল আবেদীন হিরো, দৈনিক আজকের বসুন্ধরার সংবাদদাতা তাজু আহমেদ ও মোকসেদ আলম পারভেজ এবং দৈনিক যুগের আলোর রাজু আহমেদ।

এছাড়াও সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, ব্যবসায়ী দুলাল হোসেন, উদীয়মান যুবনেতা রবিউল ইসলাম রবি ও নীলফামারীর বায়তুর নুর মসজিদের ইমাম ও খতিব মমিনুল ইসলাম সৈয়দপুরী প্রমুখ।

মানববন্ধনে সৈয়দপুর উপজেলার বিভিন্ন টিভি, জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা ও নিউজ পোর্টালের সাংবাদিক, অনলাইন অ্যাকটিভিস্টসহ শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এই কর্মসূচি থেকে স্বাধীনতাকামী নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে সকল আন্তর্জাতিক আইন ও মানবিক নীতি লংঘন করে দখলদারত্ব বজায় রেখে সাম্রাজ্যবাদী আগ্রাসন থামানোর দাবি তুলে ধরে জাতিসংঘসহ মানবাধিকার সংস্থা, ওআইসি ও আরব নেতাদের প্রতি দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানান। সেইসঙ্গে মুসলিম বিশ্বের সকল সরকার ও রাষ্ট্র প্রধানদের এই সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ ও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বড়াইগ্রামে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
১১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:২৯:০০