• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ সকাল ০৬:৫০:০৮ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

৩ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৫৩:০৯

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ব্যস্ততা শেষেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী ১ মার্চ বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, ওইদিনই শ্রীলঙ্কা দল ঢাকায় পৌঁছবে।

Ad

বাংলাদেশ এবারের সফরে লঙ্কানদের শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। আগামী ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ৬ ও ৯ মার্চ একই ভেন্যুতে হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। প্রথম দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকাল ৩ টায়।

Ad
Ad

টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল যাবে চট্টগ্রামে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে ১৩ মার্চ। বাকি দুটি ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। প্রথম দুটি ম্যাচ হবে দিবারাত্রিতে। ফাইনাল ওয়ানডে ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়। গত ১১ বছরের ইতিহাসে এই প্রথম এত তাড়াতাড়ি ওয়ানডে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল আবার সিলেটে ফিরবে। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২২ মার্চ, চায়ের দেশ খ্যাত সিলেট নগরীতে। দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগামে যাবে দুই দল। সিরিজের শেষ টেস্টটি হবে আগামী ৩০ মার্চ।

রাজধানী ঢাকার শেরে বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার পর থেকে এই প্রথম টেস্ট সিরিজের কোনো ম্যাচের আয়োজন করা হচ্ছে না এখানে। কারণ, এই সময়ে শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া নারী দল। 

প্রসঙ্গত, এবারই প্রথমবারের মতো সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অসিরা। রমজান মাস চলাকালে সিরিজগুলো অনুষ্ঠিত হবে। গেল বছরও রমজান মাসে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়েছিল বলে সূত্র থেকে জানা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বছরের শেষ দিনে দেশের বাজারে সোনার দামে পতন
বছরের শেষ দিনে দেশের বাজারে সোনার দামে পতন
৩১ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৭:৫১

ঝিনাইদহে ট্রাক চাপায় প্রাণ গেল নারীর
ঝিনাইদহে ট্রাক চাপায় প্রাণ গেল নারীর
৩১ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৩:২৪



বিদায় আপসহীন বাংলাদেশের নেতা
বিদায় আপসহীন বাংলাদেশের নেতা
৩১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩:৪৩


বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর
বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর
৩১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৫২



Follow Us