• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ বিকাল ০৫:১৫:৪৭ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ বিকাল ০৫:১৫:৪৭ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

খেলা

হার দিয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

১১ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৬:৩৭

হার দিয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ১১ নভেম্বর শনিবার পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেণ তাওহীদ হৃদয়। শান্ত করেন ৪৫। অস্ট্রেলিয়ার পক্ষে ৩২ রানে ২ উইকেট নেন অ্যাডাম জাম্পা। জবাবে ৪৪ ওভার ৩ বলে মাত্র ২ উইকেট হারিয়ে জয় পায় অজিরা। অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেছেন মার্শ। বাংলাদেশের হয়ে ১ উইকেট নিয়েছেন মুস্তাফিজ ও তাসকিন।

ইনিংসের শুরুতে তৃতীয় ওভারে ট্রাভিস হেডকে ফেরান তাসকিন। ব্যাক অব লেন্থের বল খেলতে গিয়ে বোল্ড হন হেড। শুরুর ধাক্কা সামলেছেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। দুজন মিলে দ্বিতীয় উইকেটে তোলেন ১১৬ বলে ১২০ রান। ২৩ তম ওভারে ৫৩ রান করে ওয়ার্নার ফেরেন মুস্তাফিজের বলে। এরপর আর সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বাড়তি ১ স্পিনার নিয়ে খেলতে কোন সুবিধাই আদায় করতে পারেনি টাইগাররা। মার্শ শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ১৩২ বলে ১৭৭ রানে। অপর প্রান্তে ৬৪ বলে অপরাজিত ৬৩ রান করেন স্টিভেন স্মিথ। চতুর্থ উইকেটে তাদের ১৭৫ রানের জুটিতে সহজ জয় তুলে নেয় টিম অস্ট্রেলিয়া।

এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার তামিম-লিটন দেখে-শুনে শুরু করেন। তাদের জুটিতে আসে মূল্যবান ৬২ রান। ৩৬ রানে তামিম বিদায় নিলে ভাঙে ৭৬ রানের জুটি। ইনিংসের ১২ তম ওভারের শন অ্যাবটের বলে খেলতে গিয়ে কট এন্ড বোল হন তামিম। এরপর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত, তার ‍ব্যাট থেকে আসে ৪৫ রান। এরপর ২৮ বলে ৩২ রান করে রানআউট হন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ৭৯ বলে ৭৪ রান তুলে নেন তাওহিদ হৃদয়। আজকের ম্যাচে ব্যার্থ হয়েছেন মুশফিকুর রহিম। তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ২১ রান।

মুশফিক আউট হলে ক্রিজে আসেন মিরাজ, করেছেন দারুন ব্যাটিং। ২০ বলে করেন ২৯ রান। তবে মিরাজ আইট হলে মাহেদি-নাসুমরা খুব একটা সুবিধা করতে পারেননি। বাংলাদেশ দলের ফিনিশিং আরেকটু ভালো হলে অন্তত ২০-৩০ রান আরও যোগ হতো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জাবির প্রক্টরের দায়িত্বে অধ্যাপক রাশিদুল আলম
১৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৫১:৩৬


ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতার ১৭ বছর কারাদণ্ড
১৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৭:৫৯

বালিয়াডাঙ্গীতে ২ ছেলের মারধরে বাবার মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:৫৪:৫৪


৩ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন
১৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:২৯:১৪