• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ বিকাল ০৫:১২:০৪ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ বিকাল ০৫:১২:০৪ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

কৃষি

মেহেরপুরে আমন ধানের ক্ষেতে পোকার আক্রমণ

১৯ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৩:০৫:৪৮

মেহেরপুরে আমন ধানের ক্ষেতে পোকার আক্রমণ

মেহেরপুর প্রতিনিধি: গোড়া পচা ও মাঝরা পোকার আক্রমণ দেখা দেওয়াই শঙ্কাই রয়েছেন মেহেরপুরের আমন চাষিরা। বালাইনাশক প্রয়োগ করেও পোকার আক্রমণ থেকে মিলছে না প্রতিকার। কৃষকদের অভিযোগ, একাধিকবার কৃষি বিভাগ দপ্তরে তদবির করেও কোন কৃষি কর্মকর্তা পরামর্শ দেননি।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে জমিতে প্রকার আক্রমণ হয়েছে বলছে কৃষি অফিস।

চলতি বছরে মেহেরপুরের ২৬ হাজার ৮৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। কিছু জমিতে ধানের শীষ চলে এসেছে, কিছু জমিতে ধানের শীষ আসবে। এ সময় ৬ হাজার হেক্টর জমিতে দেখা দিয়েছে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ। গোড়া পচা রোগে ধান গাছ মারা যাচ্ছে। মাজরা পোকায় ধানের ডগা কেটে দিচ্ছে। এসব গাছ বেঁচে থাকলেও শীষ বের হবে না। ফলে এসব ধান গাছ থেকে কোনও ফলন আসবে না। কৃষকরা দফায় দফায় বালাইনাশক ব্যবহার করে পোকা দমন করতে পারছে না। যদি আমনের মাজরা পোকা ও গোড়া পচা রোগ দমন করা না যায়, তাহলে আমন ধানের ফলন বিপর্যয়ে পড়বে কৃষকরা।

গাংনী উপজেলার দেবীপুরের ফারুক জানান, বিভিন্ন রকম বিষের ব্যাবহার করেও আমরা ধানক্ষেতের পোকা মারতে পারছি না। আমরা নিরক্ষর মানুষ, কি করতে হবে বুঝতে পারছি না। আবার কৃষি অফিস থেকেও কোন পরামর্শ পাচ্ছি না।

মেহেরপুর রাইপুর গ্রামের হেলাল জানান, আমি দুই বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। যেভাবে ধান মরতে শুরু করেছে, তাতে গত বছের তুলনায় অর্ধেক ফলন আসবে কিনা সন্দেহ। মাঝরা পোকা ও গোড়া পচা রোগের এখন পর্যন্ত প্রতিকারের কোন উপায় জানতে পরিনি।

মেহেনপুর কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার শামসুল আলম বলেন, বৈরী আবহাওয়ার কারণে জমিতে প্রকার আক্রমণ বৃদ্ধি পাচ্ছে। জমিতে বাঁশের লাঠি ও গাছের ডাল পুতে রাখার পরামর্শ দিচ্ছি। যেন পাখিরা জমির পোকা খাওয়ার জন্য ঔসব ডালে বসতে পারে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জাবির প্রক্টরের দায়িত্বে অধ্যাপক রাশিদুল আলম
১৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৫১:৩৬


ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতার ১৭ বছর কারাদণ্ড
১৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৭:৫৯

বালিয়াডাঙ্গীতে ২ ছেলের মারধরে বাবার মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:৫৪:৫৪


৩ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন
১৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:২৯:১৪