• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ বিকাল ০৫:১৮:১৫ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

১২ জানুয়ারী ২০২৫ সকাল ১১:২৬:৪৭

মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্যারিয়ার ক্লাব এবং এস আর ড্রিম আইটির যৌথ উদ্যোগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Ad

১১ জানুয়ারি শনিবার ‘আপনার ভবিষ্যতের বিনিয়োগ : কর্মসংস্থানের জন্য দক্ষতা’ শীর্ষক সেমিনারটি মাভাবিপ্রবির গণিত বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

Ad
Ad

অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিফাত আহমেদ শিপু এবং মাহবুবা মেহরিন নোবাহ্। সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট তাহামিদ আলিফ।

সেমিনারের প্রাথমিক পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শামসুল আলম শিবলী।

মূল আলোচক হিসেবে ছিলেন শায়েখ আহমেদ। তিনি ডিজিটাল মার্কেটিং এবং এর ব্যবহার, ফ্রিল্যান্সিংয়ের সুযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) উপকারিতা ও ব্যবহার, ব্যক্তিগত ব্র্যান্ড তৈরির গুরুত্ব এবং নেটওয়ার্কিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

ব্ক্তা দেবাশীষ রায় গ্রাফিক ডিজাইনের ধারণা, ব্র্যান্ড প্রোমোশনের ভূমিকা, বাজারে এর চাহিদা, রিমোট জব এর সুবিধা, ডেডলাইন ম্যানেজমেন্ট, ডিজিটাল স্লিল এর প্রয়োজনীয়তা এবং ক্যারিয়ার উন্নয়নের পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন।

আলোচক মাহি বর্ষন ফ্রিল্যান্সিংয়ের সুবিধা এবং অর্থ উপার্জনের স্বাধীনতার দিকগুলো তুলে ধরেন। রায়হান আহমেদ ডিজিটাল দক্ষতার প্রয়োজনীয়তা এবং বেকারত্ব দূরীকরণে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

আলোচকরা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং দক্ষতাভিত্তিক ভবিষ্যৎ পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মজীবনে সফল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ
সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৪:০৯


বামনায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষক
বামনায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষক
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৬:২৯




Follow Us