• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে মাঘ ১৪৩১ সকাল ০৮:০৩:৫২ (09-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৭শে মাঘ ১৪৩১ সকাল ০৮:০৩:৫২ (09-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মণিরামপুরে ৪১ দরিদ্র সদস্যের ১২ লাখ টাকা আত্মসাৎ

১৬ অক্টোবর ২০২৪ সকাল ১০:০১:৫০

মণিরামপুরে ৪১ দরিদ্র সদস্যের ১২ লাখ টাকা আত্মসাৎ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: কারেন্টের আগুনে কাগজপত্র পুড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ৪১ জন দরিদ্র সদস্যের ১২ লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। উপজেলার চালুয়াহাটি ইউপির রত্নেশ্বরপুর যুব উন্নয়ন সমিতির সভাপতি ও ম্যানেজারসহ ৪ জনের বিরুদ্ধে এই অভিযোগ থানা পুলিশের কাছে করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে।

জানা যায়, উপজেলার রত্মেশ্বরপুর যুব উন্নয়ন সমিতি দু’গ্রুপের ৪১ জন সদস্য জনপ্রতি ৫০০ টাকা হারে মাসিক সঞ্চয় জমা করে। ২০১৮ ও ২০১৯ সাল থেকে টাকাগুলি জমা শুরু হয়। মেয়াদ শেষে এদের পাওনা রয়েছে ১২ লক্ষ ৩০ হাজার টাকা। জমা দেওয়া টাকার একটি টাকাও কোন সদস্যকে ফেরত দেওয়া হয়নি।

সমিতির সদস্য হাদিউজ্জামান, আনিছুর বিশ্বাস, বাবলুর রহমান ও আশরাফুল মোড়ল মনিরামপুর থানায় এই অভিযোগ করেছেন। থানার এএসআই ফিরোজ হোসেন অভিযোগটি পেয়েছেন বলে জানান।

এদিকে, ক্ষতিগ্রস্ত দরিদ্র সদস্যরা অভিযোগ করে বলেন, স্থানীয় চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ইতোমধ্যে বিষয়টি নিয়ে সালিশ হয়েছে। শালিসে সিদ্ধান্ত ছিল চলতি বছরের ৮ আগস্টের মধ্যে সমিতির সভাপতি ও ম্যানেজার জমাকৃত টাকা ফেরত দিবেন।

সদস্য হাদিউজ্জামান বলেন, চেয়ারম্যানের সিদ্ধান্ত অমান্য করায় তারা থানা পুলিশের আশ্রয় নিয়েছেন।

সমিতির ম্যানেজার বাপ্পি জানান, কারেন্টের আগুনে কাগজপত্র পুড়ে যাওয়ায় তিনি তার নিজের টাকাটিও ফেরত পাননি। জমা করা অর্থ সভাপতিসহ কয়েকজনের কাছে গচ্ছিত রয়েছে বলে তিনি দাবি করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিআইজি মোল্যা নজরুলসহ ৪ পুলিশ কর্মকর্তা আটক
৯ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:০০:৩৬







বগুড়ায় ইলেকট্রিক মোটরসাইকেল চালু করল রিভো
৮ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৪২

তালায় যুবদলের আয়োজনে সার্কাস খেলা অনুষ্ঠিত
৮ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:২৫