• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:০৯:৪৮ (08-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শাকিব খানের ‘সোলজার’ সিনেমার ফার্স্টলুক ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক: ঢালিউডের সুপার স্টার শাকিব খান বিভিন্ন বিষ্য নিয়েই আলোচনায় থাকেন। এবার তাকে নিয়ে নতুন আলোচনা অভিনেতার আসন্ন সিনেমা নিয়েই। শাকিব খানের আসন্ন সিনেমার নাম ‘সোলজার’। সোশ্যাল মিডিয়া জুড়ে সিনেমাটি নিয়ে শাকিব ভক্তদের কম আলোচনা ছিল না। আর ৭ অক্টোবর মঙ্গলবার চলছে উত্তেজনা, জল্পনা এবং প্রত্যাশার হাওয়া। প্রকাশিত হলো সিনেমার ফার্স্টলুক ট্রেলার, যা দর্শকদের মধ্যে আগ্রহ আরও বাড়িয়েছে।সব মিলিয়ে ৩৩ সেকেন্ডের এই ট্রেলারে শাকিবকে দেখা গেল সম্পূর্ণ নতুন লুকে। এবার তিনি শুধু তারকা নন, বরং সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছেন। ট্রেলারের শুরুতেই দেখা যায় বাংলাদেশের পতাকা উড়ে যাচ্ছে, সেই দৃশ্যে হেলিকপ্টার উড়ছে, এরপর আসে শাকিবের অ্যাকশন দৃশ্য। শাকিবের কণ্ঠে শোনা গেল একমাত্র সংলাপ—“তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি।”নির্মাতা সাকিব ফাহাদ জানান, সিনেমাটি শুধু যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়। এটি নতুন প্রজন্মের তরুণদের গল্প, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখে। তিনি আরও বলেন আমাদের প্রত্যেকের ভেতরেই একজন সোলজার আছে যে নিজের অবস্থান থেকে প্রতিদিন লড়াই করে। তাই ‘সোলজার’ শুধু সংগ্রামের গল্প নয়, এটি আশার গল্পও।শাকিব খান নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আগে কখনও এমন গল্পে কাজ করিনি। দর্শকরা হয়তো নিজের ভেতরের ‘সোলজার’-কে চিনে নেয়ার সাহস পাবেন। সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড, এবং শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা, পাশাপাশি আছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ এক ঝাঁক জনপ্রিয় শিল্পী। চিত্রগ্রহণ পরিচালনা করছেন কামরুল হাসান খসরু।