• ঢাকা
  • |
  • বুধবার ২১শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৩:২৩ (05-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মানিকগঞ্জে মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে মাধ্যমিক স্তরের মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার সকালে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন, সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সাংবাদিক আব্দুল মোমিন ও এনপিআই ইউনিভার্সিটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ফারুক হোসেন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, হ্যান্ডবলসহ বিভিন্ন খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে দলগত মনোভাব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে।তিনি আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে খেলাধুলা ও ক্রীড়া কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।