লালপুরে মোবাইল হ্যাকিং প্রতিরোধে পুলিশের সভা
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলা পুলিশের উদ্যোগে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৯ অক্টোবর বুধবার লালপুর শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেন।পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নাটোর জেলার অন্যতম আলোচিত এলাকা লালপুর। দুর্ভাগ্যবশত লালপুরের কিছু তরুণ-তরুণী বর্তমানে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। ইমু হ্যাকিং, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকিংসহ নানা উপায়ে তারা মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। গত কয়েক বছরে অর্ধশতাধিক প্রতারক চক্রকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ১১ জন হ্যাকারকে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের ফলে লালপুরবাসীর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তাই আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। সচেতন শিক্ষার্থীরাই পারে লালপুরকে প্রতারণা মুক্ত করতে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র, লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।