• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৩:৩৯ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৩:৩৯ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

জাবির আবাসিক হলে হেরোইন সেবনকালে আটক ২ শিক্ষার্থী

জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলে হেরোইন সেবনকালে দুই শিক্ষার্থীকে হাতানাতে আটক করেছে হল কর্তৃপক্ষ।১ এপ্রিল সোমবার সকালে শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু এ বিষয়টি নিশ্চিত করেন।আটক শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের শিক্ষার্থী বশির আনজুম অর্নব এবং চারুকলা বিভাগের শিক্ষার্থী মো. রিয়াদ মিয়া ওরফে রিফাত। তারা দু'জনই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী।শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, 'গত ৩০ মার্চ শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, হলের বি-ব্লকের ১৩৫ নম্বর কক্ষে হেরোইন সেবন চলছে। তখন হলের আবাসিক শিক্ষকদের নিয়ে অভিযান চালিয়ে দুই শিক্ষার্থীকে হাতানাতে আটক করা হয়।'তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে দু'জনের মধ্যে একজন হেরোইন সেবনের কথা স্বীকার করেছে। ডোপ টেস্ট করার জন্য তাদের নমুনা সংগ্রহ করেছি। তবে ঘটনার পরেরদিন তাদের পরীক্ষা থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আমরা তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিবো।'এর আগে, অর্নবের বিরুদ্ধে বহিরাগত এক যুবককে অপহরণ করে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। পরে তাকে বহিরাগত এক সহযোগীসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।