ফটিকছড়িতে হেফজখানা ও এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করল এসজেডএইচএম ট্রাস্ট
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব সমাদৃত মাইজভাণ্ডারীয়া তরিকার প্রতিষ্ঠাতা গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর প্রপৌত্র ও মাইজভাণ্ডারীয়া ত্বরিকার প্রোজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৭তম মহান ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে গাউসিয়া হক মন্্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ৮ দিনব্যাপি কর্মসূচির ষষ্ঠ দিবসে ৯ অক্টোবর বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলার ৬৪টি হেফজখানা ও এতিমখানার ২৭২৮ জন নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়েছে।প্রতিষ্ঠানগুলো হলো- উম্মুল আশেকীন মুনওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা, গাউছিয়া আহমদীয়া হোসাইনীয়া এতিমখানা, দরসে নিজামিয়া মইনিয়া, কিতাবখানা, এতিমখানা ও হেফজখানা, দমদমা নাজমা মিয়া এতিমখানা, গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.) হেফজখানা, ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.) এতিমখানা ও হেফজখানা, দারুত তালীম হোসাইনিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, মারকাজ তাহফিজুল কোরান ওয়া দারুল আইতাম মাদ্রাসা ও এতিমখানা, আহমদীয় রহমানিয়া ইন্টারন্যাশনাল হেফজখানা ও মাদ্রাসা, মজহারুল উলুম গাউছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, জাফতনগর সৈয়দা জোহরা বেগম এতিমখানা, (শামশুল উলুম গাউছিয়া মাদ্রাসা) ফারুক-এ-আজম (রা.) ইসলামিয়া ছুন্নিয়া (দাখিল) মাদ্রাসা।শাহ্ চাঁন্দ আউলিয়া (রহ.) হেফজখানা ও এতিমখানা, সিদ্দিকে-এ-আকবর (রা.) নাজেরিয়া আজমিয়া মাদ্রাসা হেফজখানা ও মোরশেদিয়া এতিমখানা, আবেদীয়া মুহাম্মদীয়া হেফজজখানা ও এতিমখানা, দক্ষিণ ধর্মপুর রহমানীয়া মুহাম্মদীয়া এতিমখানা ও হেফজখানা, হযরত সৈয়্যদুনা ছিদ্দিকে আকবর (র.) আজিজিয়া করিমিয়া হেফজখানা ও এতিমখানা, আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা (রহ.) ইসলামী কমপ্লেক্স। শাহ এমদাদীয়া (নানুপুর) ইমাম বুখারী (রহ.) মডেল হেফজখানা, শান্তিরহাট আহ্মদীয়া দাখিল মাদ্রাসা হেফজ ও এতিমখানা, গাউসিয়া রজভীয়া এজহারুল উলুম সুন্নীয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা, হযরত মুহাম্মদ (স.) হেফজখানা ও এতিমখানা, খিরাম কাদেরীয়া মূঈনীয়া দাখিল মাদ্রাসা।হযরত আহমদ ছাফা (রহ.) ইবতেদায়ী মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা, খাজা গরীবে নেওয়াজ এতিমখানা, কিপাইতনগর মনিরুল উলুম এতিমখানা, গাউসিয়া আহমদিয়া আশরাফ-জাহাঙ্গীর এতিমখানা, গোপাল ঘাটা বদুর বাপের হেফজখানা ও এতিমখানা, গোপাল ঘাটা, হাদী বাদশা আওলীয়া (রা.) হেফজখানা ও এতিমখানা, উত্তর গোপাল ঘাটা নুরুল উলুম গাউছিয়া মনিরিয়া হেফজখানা ও এতিমখানা, বন্দেরাজা হেফজখানা ও এতিমখানা, শহীদ ইসহাক সুন্নীয়া হেফজখানা ও এতিমখানা, সমিতির হাট ইসলামিয়া আলিম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা, সমিতিরহাট বাগিছা মসজিদ এতিমখানা ও হেফজখানা।মাদ্রাসায়ে ছৈয়দিয়া তৈয়বিয়া ছুন্নিয়া, নজিরিয়া আহমদিয়া হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা, লতিফা খাতুন এতিমখানা, গাউসিয়া আমেনিয়া মাদ্রাসা ও এতিমখানা, রাজু সুলতান এতিমখানা, হামিদ পাড়া হেফজখানা ও এতিমখানা, কাঞ্চনপুর, রুস্তমিয়া মুনিরীয়া সুলতামিয়া হেফজখানা ও এতিমখানা, কাঞ্চননগর রুস্তমিয়া মুনিরুল ইসলাম দাখিল মাদ্রাসা, ফটিকছড়ি জামেউল উলুম মাদ্রাসা এতিমখানা, মনিরুল কুরআন আহমদীয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও নূরাণী একাডেমি। হযরত খাজা মঈন উদ্দিন চিশতিয়া আহমদীয়া সুন্নীয়া নূরাণী মা্রিাসা। দারুছুন্নাহ কাদেরীয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা, জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল (এম. এ.) মাদ্রাসা, হযরত ইমাম এ আযম আবু হানিফা (রা.) গাউছিয়া সুন্নিয়া হাফেজীয়া এতিমখানা, হাইদচকিয়া হোসাইনয়া দৌলতিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা, আল আমীন হক্কিয়া রশীদিয়া এতিমখানা ও হেফজখানা, মুনিরিয়া এতিমখানা, সুজানগর মাদ্রাসা, গাউছিয়া হোসাইনিয়া আল্লামা আবদুল মালেক শাহ্ (র.) মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা, মিয়াজান সিকদার মোহাম্মদিয়া ছুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা, রহমতিয়া মুনিরিয়া এতিমখানা ও হেফজখানা।সুয়াবিল গাউছিয়া আহমদিয়া তৈয়াবিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা, আমতলি সিদ্দিকিয়া মঈনীয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসা, পূর্ব সুয়াবিল তমিজিয়া ছোবহানীয়া হেফজখানা ও এতিমখানা, দক্ষিণ পাইন্দং রহমতিয়া হেফজখানা ও এতিমখানা, গাউছিয়া চিশতিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা, শাহ আমিনিয়া লম্বাবিল শাখা হেফজখানা ও এতিম খানা, শাহ আমিনিয়া হেফজ ও এতিম খানা, ইদিলপুর ইসলামিয়া ছালামিয়া নুরানী এতিমখানা ও হেফজখানা, নারায়ণহাট ইসলামিয়া মোহাম্মদিয়া এতিমখানা ও হেফজখানা, হেয়াকো চৌধুরী পাড়া নুরানী এতিমখানা ও হেফজখানা, বদুরখিল রেহানা আকতার ইবতেদায়ী মাদ্রাসা।২০১২ সাল হতে বার্ষিক উরস শরিফসমূহে গাউসিয়া হক মন্্জিল প্রতিষ্ঠিত এসজেডএইচএম ট্রাস্ট চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার হেফজখানা ও এতিমখানার নিবাসীদের মাঝে নিয়মিতভাবে খাবার বিতরণ কর্মসূচি পালন করে থাকেন।