রাঙ্গুনিয়ায় হুম্মাম চৌধুরীকে প্রার্থী ঘোষণায় নেতাকর্মীদের উল্লাস
                                                             রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর নাম উঠে আসার পর থেকে স্থানীয় রাজনীতিতে দেখা গেছে নতুন এক উচ্ছ্বাস ও ঐক্যের সুর।দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এতদিন যেসব প্রতিযোগিতা ও মতভেদ ছিল, হুম্মামের নাম ঘোষণার পর সেগুলোর অনেকটাই মিলিয়ে গেছে। দলের সিনিয়র অনেক নেতা ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেছেন।মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।এসময় তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে এক হয়ে কাজ করার শপথ নেন।রাজনীতিতে এই ঐক্যের আবহকে অনেকেই দলের পুনরুজ্জীবনের ইঙ্গিত হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, এই ঐক্য বজায় থাকলে আসন্ন নির্বাচনে রাঙ্গুনিয়ায় ধানের শীষের প্রতীক আবারও আলোচনায় আসবে।ভিপি আনচুর উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন পর রাঙ্গুনিয়া বিএনপি এক প্ল্যাটফর্মে দাঁড়াবে। এটাই সবচেয়ে বড় অর্জন।’