• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:১১:৪৬ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:১১:৪৬ (20-May-2024)
  • - ৩৩° সে:

আজকের শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ নির্মাণের কারিগর: হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, আজকের শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের সুফল পাবে এদেশের মানুষ। শেখ হাসিনা এদেশের মানুষের কল্যান করতেই বার বার প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন এখন স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে।তিনি বলেন, অভিভাবকদের কষ্ট দুর করতে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে বই তুলে দেয়া হচ্ছে। যাতে শিক্ষার্থীরা ভালভাবে পড়াশোনা করে দেশের সুনাম বয়ে আনতে পারে।তিনি আরও বলেন, করোনা মহামারিতে দেশের মানুষ যখন যন্ত্রনায় ভুগছিলো, তখন শেখ হাসিনার পরিকল্পনায় রক্ষা পায় বাংলাদেশের মানুষ। তিনি মানুষের জীবন বাচানোর জন্য বিনামুল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। বিশ্বের অনেক দেশে লাখ লাখ মানুষ মারা গিলেও বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ছিলো কম। আবারও উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। সে জন্য নৌকার বিজয় নিশ্চিত করতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।৮ অক্টোবর রোববার ৮৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ২য় ও ৩য় তলা একাডেমিক ভবনের উদ্বোধন, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম। আরও বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহীনুর ইসলাম, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন, বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন হুইপ।