• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:১০:৩১ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:১০:৩১ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় ২০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল হাঁস-মুরগি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে হাঁস-মুরগি ও খাদ্য বিতরণ করা হয়েছে।৭ জুলাই রোববার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি।উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আকতার।বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস, রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম চৌধুরীসহ অনেকে।শেষে ২০০ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষের মাঝে হাঁস-মুরগি ও খাবার বিতরণ করেন অতিথিরা।