• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৬:১৬ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৬:১৬ (20-May-2024)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে গরু ও হাঁস-মুরগী বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর অধীনে সুবিধাভোগীদের মাঝে ষাঁড় বাছুর, খাবার, ঔষধ, হাঁস-মুরগী, হাঁস-মুরগীর ঘর ও  খাবার বিতরণ করা হয়েছে।২০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে এসব বিতরণ করেন।এ প্রকল্পের আওতায় উপজেলার ৯৭টি পরিবারে ষাঁড় বাছুর, ৫০০ পরিবারকে হাঁস ও ৫০০ পরিবারের মাঝে মুরগী বিতরণ করা হয়।পরে প্রধান অতিথি উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে ৪ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন উদ্বোধন শেষে এক মা সমাবেশে যোগদান করেন।এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আলী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।