• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৪:৩৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৪:৩৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে হাসিনা-কামালসহ ৬৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনে মো. মিরাজ হোসেন (২৬) নামের এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৬৫ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এই মামলা অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।ভুক্তভোগী মিরাজ হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে আবেদন করলে আদালতের নির্দেশনা মোতাবেক ২৪ জানুয়ারি শুক্রবার সকালে মামলাটি রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।মামলার আসামিদের মধ্যে রয়েছে- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৬০), সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নামক (৬০), কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হানিফ (৬০), নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ একেএম শামীম ওসমান (৫৫), ঢাকাস্থ সাবেক ডি. আই. জি. বিপ্লব কুমার দাস (৫৫), সাবেক ডিবি প্রধান হারুন (৫০) প্রমুখ।মামলায় তুলে ধরা হয়েছে- পটপরিবর্তনের আগের ১৮ জুলাই বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতা আন্দোলন করছিল। তখন উক্ত মামলার ১ থেকে ১২নং আসামির নির্দেশনায় আন্দোলনরত মানুষের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করলে ভিকটিম মিরাজ হোসেনের দুই পায়ের রানে গুলিবিদ্ধ হোন। এরপর আন্দোলনের সহযোদ্ধা তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।