• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:২৯:৩২ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:২৯:৩২ (20-May-2024)
  • - ৩৩° সে:

বরিশালের তালতলী সেতুর সংযোগ সড়কে ধস

বরিশাল ব্যুরো: বরিশাল সদর উপজেলার তালতলী সেতুর সংযোগ সড়কটিতে দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে ধস গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের কারণে এই পথে চলাচলকারী যানবাহনসহ সাধারণ মানুষ প্রায়ই দুর্ঘটনায় পড়ছে। কিন্তু এই সংযোগ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।স্থানীয়রা জানান, দুই মাসের অধিক সময় ধরে সেতুর শায়েস্তাবাদের অংশে সংযোগ সড়কটিতে ধস নেমে গর্তের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এখানে।পথচারী কালাম চৌকিদার বলেন, এই সেতুর ওপর উঠলেই সাবধান হতে হয় আমাদের। ধস নেমে সৃষ্টি হওয়া গর্ত দেখে যানবাহন এক পাশ দিয়ে চলাচল করে।মোটরবাইক চালক রানা বলেন, রাতের বেলায় মোটরবাইক চালানোর সময় সেতু দিয়ে নামতে গেলে দেখা যায় বড় গর্ত। একদিন ভুলবশত ওই গর্তে পরে কঠিন ব্রেক কষে বাইক থেকে পড়েগেছি। হাত, পা ও মাথায় আঘাত পেয়েছি। এভাবে অনেকেই দুর্ঘটনায় পড়েন।বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের বাসিন্দা নাইম ইসলাম জানান, সম্প্রতি রাতে বাসায় ফেরার পথে দেখলাম গর্তে অটোর সামনের অংশ পড়ে চাকা ভেঙ্গে জায়। তখন ২ জন আহত হয়েছে।লামচরি গ্রামের বাসিন্দা আয়ুব জানান, বরিশাল নগরীর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এ সেতু। সংযোগ সড়কটিতে দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে ধস নেমে গর্তের সৃষ্টি হয়েছে। দ্রুত এর সংস্কার কাজ করা না হলে ঝুঁকি আরও বাড়বে।বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, এই বিষয়টি অনেক বড় দুর্ঘটনার কারণ হতে পারে, আপনাদের কাছ থেকে জানলাম। আমরা দ্রুতই সংস্কারের উদ্যোগ নেব।