দেশে আর কোনো স্বৈরাচার ফিরে আসবে না: তোফাজ্জল হোসেন
নরসিংদী প্রতিনিধি: দেশে আর কোনো স্বৈরাচার ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন।১২ শনিবার বিকেলে শিবপুর বাসস্ট্যান্ডে নরসিংদীর শিবপুর পৌর বিএনপি ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন তিনি।তিনি বলেন, ‘দেশে আর কেউ যেন নতুন করে সাধারণ মানুষের সম্পদ লুটপাট না করতে পারে। আগামী দিনে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এই সমস্যা দূর হবে। এ দেশের দরিদ্র মানুষের কীভাবে ভাগ্যের পরিবর্তন করা যায় সেদিকে সকলকে নজর দিতে হবে।’এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি হারুন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর যুবদলের সাবেক সভাপতি মোখলেস মোল্লা এবং পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আদির ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সিসহ প্রমুখ।