• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই কার্তিক ১৪৩২ রাত ১১:৫৭:০৪ (31-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ঢাকায় স্বর্ণ ও টাকা ডাকাতির মামলার ৩ আসামি ভোলা থেকে গ্রেফতার

ভোলা প্রতিনিধি: রাজধানীর মিরপুর দারুস সালাম থানাধীন এলাকায় এক ব্যবসায়ীর বাসা থেকে ১০০ ভরি স্বর্ণ ও নগদ ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে ভোলা র‍্যাব-৮।৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ভোলা র‍্যাব-৮ এর অধিনায়ক লে. রিফাত হাসান।গ্রেফতাররা হলেন, সোহান (৩৫), তার বোন কুলসুম বেগম ও তাদের আত্মীয় বকুল বিবি।র‍্যাব-৮ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে অভিযান চালায়। পরে তাদের গ্রেফতার করে লুণ্ঠিত স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়।গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, গত ১৮ অক্টোবর ঢাকার মিরপুরে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জনকে আসামি করা হয়েছে। যাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে ভোলা থেকে।