মুক্ত হয়ে স্ত্রী-সন্তানের কবর জিয়ারত করলেন সাদ্দাম হোসেন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন যশোর জেলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে তার স্ত্রী কানিজ সুবর্ণা (২২) ও তাঁর ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসানের কবর জিয়ারত করেছেন।২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাগেরহাট শহরের নিজ বাড়িতে পৌঁছে প্রথমে স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।সাদ্দাম হোসেন বলেন, ‘আমার স্ত্রী ও সন্তানকে হত্যা করা হয়েছে। এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এছাড়া চিকিৎসার জন্য আমি দেশের বাইরে থাকা অবস্থায় আমার নামে একের পর এক মামলা দেওয়া হয়েছে। আমি যদি কোনো অন্যায় কর্মকাণ্ডে জড়িত থাকতাম, তাহলে স্বেচ্ছায় দেশে ফিরে আসতাম না। বাগেরহাট জেলা কারাগারের জেলার খোন্দকার মো. আল মামুন আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করেছিলেন, না দিতে পারায় আমাকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।’বাগেরহাট জেলা কারাগারের জেলার খোন্দকার মো. আল মামুন বলেন, ‘এই ধরনের কথা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বাগেরহাট কারাগারে থাকা অবস্থায় তার বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাকে বাগেরহাট কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা বানোয়াট ও ভিত্তিহীন।’