• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৬:০২ (28-Dec-2025)
  • - ৩৩° সে:
শ্রীপুরে সেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার

শ্রীপুরে সেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার

গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর আলম (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।২৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মো. জাহাঙ্গীর আলম উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকার একটি বাড়িতে আত্মগোপনে থাকা সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে মাওনা চৌরাস্তা এলাকার হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে।