সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত দুই পর্যটকসহ তিনজন, মুক্তিপণ দাবি
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: সুন্দরবনে রিসোর্ট মালিকসহ তিন পর্যটক অপহৃত হয়েছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাদের অপহরণ করেছে বনদস্যুরা।অপহৃত দুই পর্যটক রাজধানী ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে অপহরণের শিকার পর্যটকদের ভাগ্যে কী জুটেছে তা নিশ্চিত করে কেউ জানাতে পারেনি।খুলনা জেলার দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান ৩ জানুয়ারি শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার নারী-পুরুষসহ ৪ পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। এদিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত 'রিসোর্ট গোলকাননে’ রাত যাপনের জন্য উঠেন। পরে বিকালে গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ ৪ পর্যটক নৌকায় চড়ে বনের ছোট খালে ঘুরতে বের হন। রিসোর্ট সংলগ্ন ওই খাল থেকে নারীসহ ৫ জনকে তুলে নেয় সশস্ত্র দস্যুরা। পরে রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দিয়ে যায় দস্যুরা। তবে রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে।জিম্মি থাকা পর্যটকদের কাছে দস্যুরা মুক্তিপণ দাবি করেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রিসোর্ট মালিকের ছোট ভাই উত্তম বাছাড়।এ ঘটনা শুনেছেন বলে জানিয়েছেন বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী। তবে কোন দস্যু বাহিনী এ পর্যটকদের অপহরণ করেছে তা নিশ্চিত করে জানাতে পারেননি। বনে পর্যটক অপহরণের ঘটনায় শনিবার দিনব্যাপী রিসোর্ট এলাকায় কোনো ট্যুর নৌযান কিংবা পর্যটক যাতায়াত করেনি। পর্যটকদের মধ্যে তীব্র আতংকের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছন স্থানীয়রা।এ প্রসঙ্গে খুলনা জেলার দাকোপ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আতিকুর রহমান জানান, সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও দুই পর্যটককে উদ্ধারে থানা, নৌপুলিশ এবং কোস্টগার্ড যৌথ অভিযান চালাচ্ছে। অপহৃত দুই পর্যটক নাম মো. সোহেল ও জনি বলে জানান তিনি। তাদের বাড়ি ঢাকা।