• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা কার্তিক ১৪৩২ রাত ০৮:৫৯:৪৫ (19-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আপ্যায়ন সুইটস এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বকশিগঞ্জ উপজেলার কামালের বার্তী বাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে আপ্যায়ন সুইটস এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে বাজারের প্রাণকেন্দ্র অবস্থিত এই হোটেলটি স্থানীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা সংশ্লিষ্টদের।১৯ অক্টোবর রোববার বিকেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খাঁন। তিনি ফিতা কেটে হোটেলটির শুভ উদ্বোধন করেন এবং হোটেলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। এর আগে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান হোটেল আপ্যায়ন সুইটস এন্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক (মালিক) দুলাল খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আব্দুর সালাম মাস্টার, মো. বাচ্চু খাঁন, বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খাঁন এর সহধর্মিণী বিউটি বেগম, আলামিন খাঁন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।উদ্বোধনের পরপরই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম।  হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রাহকদের জন্য আরামদায়ক আবাসন এবং উন্নত পরিষেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। আধুনিক ইন্টেরিয়র, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে হোটেল আপ্যায়ন সুইটস এন্ড রেস্টুরেন্ট নতুন ঠিকানা হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই নতুন সংযোজন বকশিগঞ্জের পর্যটন ও বাণিজ্য খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা স্থানীয়দের।