• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ বিকাল ০৫:১৮:১৪ (13-Jan-2026)
  • - ৩৩° সে:
ভারত সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

ভারত সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি: আগামী নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কুমিল্লা, ফেনী, সরাইল ও সুলতানপুর সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এই সীমান্ত এলাকাগুলো অপরাধের মুল রোড হওয়ায় অতিরিক্ত সদস্যও মোতায়েন করা হয়েছে বলে জানান সরাইল সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।গতকাল ৬ জানুয়ারি মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সীমান্তবর্তী শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৬ শতাধিক শীতার্তদের মাঝে শীতকালীন কম্বল বিতরণে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার রকিবুল হাসান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ অন্যান্য পদবীর কর্মকর্তা, জেসিও এবং বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্যরা।এসময় তিনি আরও বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব সীমান্ত রক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে সীমান্তবর্তী দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো বিজিবির নিয়মিত কার্যক্রমেরই অংশ এই কম্বল বিতরণ।কম্বল পেয়ে শীতার্ত মানুষ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনসাধারণের সঙ্গে বিজিবির বিশ্বাস ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ তাদের।