কুমিল্লায় সীমান্তে দূর্গোৎসবকে ঘিরে বিজিবির ব্যাপক প্রস্তুতি
কুমিল্লা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মন্দিরের নেতৃবৃন্দের সাতে শুভেচ্ছা বিনিময করেন বিজিবি।৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় কালী মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপে পূজার কার্যক্রম পরিদর্শন করেন কুমিল্লা বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।তিনি বলেন, কুমিল্লা সীমান্তবর্তী মণ্ডপ ও মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক নিরাপত্তা দিয়ে যাচ্ছে। পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ, ভারতে ইলিশ পাচার রোধসহ দুর্গোৎসব ঘিরে যেকোনো অপরাধ দমনে কাজ করছে বিজিবি।