• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে শ্রাবণ ১৪৩২ বিকাল ০৫:৪৫:৪২ (08-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে শ্রাবণ ১৪৩২ বিকাল ০৫:৪৫:৪২ (08-Aug-2025)
  • - ৩৩° সে:

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগ‌রে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বিজয়নগর (ব্রাহ্মণবা‌ড়িয়া) প্রতি‌নি‌ধি: জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকার বিরুদ্ধে আবারও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাবাসী।৭ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টার সময় সর্বদলীয় সংগ্রাম ক‌মি‌টির আহবায়ক এড‌ভো‌কেট ইমাম হো‌সে‌নের নেতৃ‌ত্বে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা হাজারো মানুষ ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এতে করে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।  চান্দুরা ইউ‌নিয়ন জামা‌তে ইসলা‌মের সাধারণ সম্পাদক শিহাব উ‌দ্দিন বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়নকে নিয়ে বিভিন্নভাবে অবহেলিত করে রাখা হয়। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পাঁয়তারা করা হচ্ছে।সংসদ নির্বাচনের আসন পুনঃসীমানা নির্ধারণের খসড়া তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এর সাথে যুক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ব‌্যক্ত ক‌রেন তিনি।এসময় উপস্থিত ছিলেন বিএন‌পির ‌নেতা এড‌ভো‌কেট শ‌রিফুল ইসলাম লিটন, ডা. রফিকুল ইসলাম, জা‌কির হো‌সেন শাহআলম, বিআর‌ডি‌পির চেয়ারম‌্যান এইচ এম জ‌হিরুল ইসলাম, ভাইস চেয়ারম‌্যান মো. সায়েদ খন্দকার, মাহবুবুর রহমান, মো. আলী ইমরান, মো. শাহআলম মাস্টার, মো. হুমায়ুন কবীর খান, এসএম রাষ্টু সরকার, মো. গোলাম জ‌হির, জামা‌তে ইসলা‌মের নেতা ডা. আলী নেওয়াজ, হেফাজত নেতা মাওলানা আফজল হো‌সেন, মো. শিহাব সি‌দ্দিকী , মুফ‌তি এনামুল হক বাশারী, যুবদল নেতা হেলাল উ‌দ্দিন, মো. সাইফুল ইসলাম,  শ্রমিক দল নেতা আব্দুল কা‌দের প্রমুখ।অবরোধ থেকে তারা ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখন্ডিত করায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত আগের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) ফিরিয়ে আনার দাবি করেন এবং  প্রয়োজনে উপজেলাকে পৃথক সংসদীয় আসনে উন্নীত করারও দাবি জানান।  দাবি না মানলে পর্যায়ক্রমে ২৪ ঘণ্টার জন্য মহাসড়ক ও রেলপথ অবরোধের আল্টিমেটাম ঘোষণা করেন তারা।উল্লখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৪০টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।