• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০১:২৮:২২ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০১:২৮:২২ (21-May-2024)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে মসজিদে সিজদারত অবস্থায় এক মুসল্লির মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বাসার পাশের মসজিদে নামাজ আদায় করতে গিয়ে সিজদারত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে।এটি ঘটেছে ১৪ ফেব্রুয়ারি বুধবার বাঁশবাড়ী জামে রিজভীয়া মসজিদে। মৃত ওই মুসল্লির নাম ভোলা কুরাইশী। তার বয়স আনুমানিক ৫০ বছর হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তিনি ফজরের নামাজ আদায় করতে গিয়ে মৃত্যু বরণ করেছেন মসজিদে সিজদারত অবস্থায়। বাঁশবাড়ী পুরাতন কিলখানা মহল্লার বাসিন্দা মৃত খয়রাতী কোরাইশীর তৃতীয় ছেলে ছিলেন ওই ব্যক্তি। তিনি পেশায় ছিলেন একজন মাংস বিক্রেতা।জানা যায়, প্রতিদিনের মতো ভোরে বাঁশবাড়ী জামে রিজভীয়া মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান ভোলা কোরাইশী। সেখানে সুন্নত নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।ফরজ নামাজ শুরু হলে অন্যান্য মুসল্লিরা ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। ফরজ নামাজ শেষ করে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মারা গেছেন। খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহ বাড়িতে নিয়ে যান।মরহুমের ছোট ভাই সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশী (ছটু) জানান, তার বড় ভাই ভোলা কোরাইশী অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করতেন। নিয়মিত নামাজ আদায় করতেন। সপ্তাহে তিন দিন নফল রোজা রাখতেন। কিছুদিন থেকে তিনি নামাজের পর মুয়াজ্জিনের কাছে সহিহ পদ্ধতিতে কোরআন শরিফ পড়া শিখছিলেন। বুধবার বাদ এশা নামাজে জানাযা শেষে হাতিখানা কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।