• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:২৭ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:২৭ (20-May-2024)
  • - ৩৩° সে:

২১ বছর বয়সী যুবকের ২ কিডনি নষ্ট, বাঁচতে চায় নাজমুল

বামনা (বরগুনা) প্রতিনিধি: ‘ইচ্ছে ছিল বাঁচার, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেটা সাধ্যের বাহিরে’ ৩১ জানুয়ারি বুধবার ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দেয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া হতভাগা মো. নাজমুল ইসলাম (২১)। নাজমুলের দু’টি কিডনিই নষ্ট। চিকিৎসার অভাবে মৃত্যু পথযাত্রী এই কিশোর চিকিৎসা নিয়ে বাঁচতে চায়।নাজমুল বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলার দক্ষিণ কাকচিড়া গ্রামের মৃত মো. জামাল হাওলাদারের ছেলে।নাজমুল আজ জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে। তার দুচোখে মুঠো মুঠো স্বপ্নের বদলে শুধুই মৃত্যুর বিভীষিকা। চোখ বুঝে অবসন্ন শরীর নিয়ে জীবনকে মহাকালের কাছে সোপর্দ করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন নাজমুল। তার মধ্যে এখন বেঁচে থাকার তীব্র আকুতি।গত তিন বছর ধরে তার কিডনিতে সমস্যা। আর এক বছর হল তার দু’টি কিডনি নষ্ট হয়ে গেছে। সামান্য ভিটেমাটি ছাড়া যেটুকু জমি ছিল সব বিক্রি করে এতোদিন চিকিৎসার খরচ চালিয়েছেন তার মা। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। এত কষ্ট করে চিকিৎসা করিয়েও ছেলের এমন করুন অবস্থায় এখন দিশেহারা তার অসহায় মা। বর্তমানে নাজমুল বাসাতেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার দ্রুত উন্নত চিকিৎসা করানো প্রয়োজন।ছেলেটির মা মোসা. নাজমা বেগম বলেন, গত কয়েক দিন যাবত আমার ছেলের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আমার অর্থ-সম্পদ ও জমি-জমা যা ছিল তা দিয়ে এতদিন সন্তানের চিকিৎসা করিয়েছি। এখন আর করা সম্ভব হচ্ছে না। ছেলেটি বাড়িতে থেকেই দিন দিন দূর্বল হচ্ছে। আমার ছেলেকে বাচাঁতে অনেক টাকার প্রয়োজন তাই উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও দেশ বিদেশে বিত্তশালীরা যদি আমার ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন, তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হবে।নাজমুলকে সাহায্য পাঠানোর ঠিকানা:বিকাশ: ০১৭০৫৪৭৯৯৩৬নগদ: ০১৭৩৫৭৬৯৪৭৩ব্যাংক একাউন্ট:মোসা. নাজমা বেগম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. মঠবাড়িয়া শাখা। হিসাব নম্বর- ২০৫০৭৭৭০২৪৩৩৮৩৪১৫।যোগাযোগের নম্বর: ০১৭৩৫৭৬৯৪৭৩