• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩২ ভোর ০৪:০৮:০৭ (02-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ভারতে পাচারকালে লালমনিরহাটে ২৪৫ বস্তা সার জব্দ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্ত দিয়ে ভারতে ও পার্শ্ববর্তী জেলায় রাসায়নিক সার পাচার রোধে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ২৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে লালমনিরহাট ১৫ বিজিবি।৩১ অক্টোবর শুক্রবার কুলাঘাট বিজিবি চেকপোস্টে অভিযান পরিচালনা করে ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।এর আগে ২৬ সেপ্টেম্বর ১৫২ বস্তা ইউরিয়া এবং ৭৬ বস্তা ডিএপি সার, এছাড়া ৪ অক্টোবর ৪ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করে বিজিবি। মোট জব্দকৃত সার সংখ্যা ২৪৫ বস্তা, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪০ হাজার ৮০০ টাকা।জব্দ হওয়া সারগুলো লালমনিরহাট কাস্টমসের মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘লালমনিরহাট জেলা থেকে রাসায়নিক সার সীমান্ত দিয়ে পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।’তিনি আরও বলেন, ‘জেলার কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পান, তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণের সহযোগিতা কামনা করেন এবং তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।’বিজিবির এই সাফল্য কৃষি সেক্টরকে সুরক্ষা এবং কৃষকদের স্বার্থ রক্ষায় উল্লেখযোগ্য অবদান হিসেবে বিবেচিত হচ্ছে।