• ঢাকা
  • |
  • বুধবার ১লা মাঘ ১৪৩২ সকাল ০৬:১৯:৪২ (14-Jan-2026)
  • - ৩৩° সে:
অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।২৮ ডিসেম্বর রোববার সন্ধ্যায় খোকসা পৌর বাজারে প্রধান সড়কের মেসার্স মোল্লা এন্টার প্রাইজ নামক সার কীটনাশক প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিম জাহান।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকের কাছ থেকে বস্তাপ্রতি ৫৩০ টাকা অতিরিক্ত মূল্য রাখার অপরাধে কৃষি বিপণন আইনে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিম জাহান জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।