• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে আশ্বিন ১৪৩২ রাত ১০:১৬:০৪ (07-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বৃষ্টির পানিতে নাকাল শ্রীপুর সাব-রেজিস্ট্রার অফিস এলাকা

​গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: সামান্য বৃষ্টিতেই গাজীপুরের শ্রীপুর সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সরকারি দপ্তরের প্রবেশপথ ও সংলগ্ন রাস্তায় হাঁটু সমান পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দলিল লেখক, নকলনবিশ এবং জমি সংক্রান্ত কাজ নিয়ে আসা সাধারণ মানুষ।​জনগুরুত্বপূর্ণ দপ্তরে দুর্বিষহ পরিস্থিতি ​উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই দপ্তরে প্রতিদিন শত শত মানুষ জমি রেজিস্ট্রি, দলিল উত্তোলন ও অন্যান্য সেবার জন্য আসেন। কিন্তু অফিসের প্রধান ফটকের সামনেই প্রধান রাস্তায় বৃষ্টির পানি জমে একাকার হয়ে যায়।ভুক্তভোগীরা জানান, এই সামান্য পথটুকু পার হতেও তাদের জুতো হাতে নিতে হচ্ছে এবং অনেকে পিছলে পড়ে ছোটখাটো আঘাতও পাচ্ছেন। বিশেষ করে নারী ও বয়স্কদের দুর্ভোগ আরও বেশি।​নাম প্রকাশে অনিচ্ছুক একজন দলিল লেখক ক্ষোভ প্রকাশ করে বলেন, "যে দপ্তর থেকে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব আয় হয়, সেই অফিসের প্রবেশপথের এমন করুণ দশা দেখলে হতাশ হতে হয়। এটি একটি উপজেলা প্রশাসনিক কেন্দ্রস্থলের গুরুত্বপূর্ণ অংশ, অথচ সামান্য বৃষ্টিতেই এমন বেহাল অবস্থা। জনসাধারণের ভোগান্তি দেখার যেন কেউ নেই।"​স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা নেই। রাস্তা উঁচু হওয়া এবং ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় বৃষ্টির পানি দ্রুত সরতে পারে না। বারবার মৌখিক অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনিকভাবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।​ভুক্তভোগীরা দ্রুত এই সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন, পৌরসভা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলছেন, শুধুমাত্র পানি নিষ্কাশনের ব্যবস্থা জোরদার করা এবং প্রয়োজনে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কারই পারে এই জনদুর্ভোগ থেকে মুক্তি দিতে।​দ্রুত এই সমস্যার সমাধান না হলে বর্ষাকালে শ্রীপুর সাব-রেজিস্ট্রার অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সেবাপ্রত্যাশীরা।