• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০২:০৯:২২ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০২:০৯:২২ (21-May-2024)
  • - ৩৩° সে:

জনপ্রিয় হয়ে উঠেছে নরসিংদী পৌরপার্কের নারী উদ্যোক্তাদের সাপ্তাহিক মেলা

নরসিংদী প্রতিনিধি: নকশী কাঁথা, তৈরি পোশাক, বিভিন্ন দেশীয় জিনিসপত্র নিয়ে নারী উদ্যোক্তাদের এক বিশাল মেলা বসেছে নরসিংদীতে। এ মেলাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে অসংখ্য নারীদের কর্মসংস্থান। নরসিংদীর ৬টি উপজেলাসহ ঢাকা ও কুমিল্লা থেকেও নারী উদ্যোক্তারা বিভিন্ন পণ্য নিয়ে মেলায় স্টল বসিয়েছেন। মেলাতে কেনা-কাটা করতে  হাজার উপর মানুষ জড় হচ্ছেন।নরসিংদী শহরের পৌর পার্ক, যেখানে প্রতি শনিবার হলেই দেখা যায় ৬০ থেকে ৭০টি স্টল সাজিয়ে মেলা বসিয়েছেন নারী উদ্যোক্তারা। প্রতিটি স্টলেই রয়েছে রং বেরং-এর দেশীয় পণ্য; নকশী কাঁথা, প্রসাধনী, পিঠা ও তৈরি পোশাকসহ বিভিন্ন রকমের জিনিসপত্র। এতে বিভিন্ন উপজেলার প্রায় ১০০ জন উদ্যোক্তা অংশ নেন। স্টলের পণ্যগুলোর গুণগত মান ভালো হওয়াতে মেলায় কেনাকাটা করতে আসেন হাজারের উপর নারী-পুরুষ। নারী উদ্যোক্তাদের সাপ্তাহিক এ মিলন মেলা দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। বাসা-বাড়ির ব্যবহারের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর প্রায় সবই পাওয়া যায় এখানে।  নারী উদ্যোক্তা ও পঞ্চকন্যা কালেকশনের স্বত্বাধিকারী মেহেরনিগার মনি  বলেন, আমি কলেজ জীবন থেকেই নিজেকে একজন স্বাবলম্বী নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই মেলাটিকে কেন্দ্র করে আমরা যারা নারীর উদ্যোক্তা আছি, আমাদের কাজ এবং আমাদের প্রোডাক্টগুলি খুব সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারছি।  এখানে এখন অনেক মানুষের সমাগম ঘটে। বিক্রিও ভালো হয়, নারী উদ্যোক্তাদের জন্য এটি একটি ভালো প্লাটফর্ম।মেলার প্রধান সমন্বয়ক সাবরিনা সরকার বলেন, মূল্যত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ থেকে শুরু হয় নারী উদ্যোক্তাদের এই মেলার সূচনা। এরপর থেকে পৌর পার্কে গত পাঁচ মাস থেকে বসছে মেলাটি। নরসিংদী পৌর পার্কে মেলাটিতে নরসিংদীর ছয়টি উপজেলার নারী উদ্যোক্তাদের এ মিলন মেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নারীরা আরও ­সফল উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছি।