• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩১ ভোর ০৪:০৮:০৮ (16-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩১ ভোর ০৪:০৮:০৮ (16-Jan-2025)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রাজ-২২০) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রধান কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) জিকরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল রহিম বক্স দুলু।বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগির হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা আমির মাওলানা আব্দুল মুনতাকিম প্রমুখ।প্রধান বক্তা হিসেবে অনুৃষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন ও বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির আব্দুল হামিদ মিঠুল।উল্লেখ্য, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেন, মনোরম, সুন্দর ও একটি চমৎকার পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় সম্ভাব্য আগামী নির্বাচনের তারিখ ১৩ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়।