• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে কার্তিক ১৪৩২ রাত ০৮:৪৪:৪৫ (11-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

স্থানীয় সরকার উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিবকে অভিনন্দন জানালো সাতক্ষীরাবাসী

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী সাতক্ষীরায় সরেজমিন পরিদর্শনে সাতক্ষীরা জেলার রাস্তা এবং উন্নয়নের করুণ অবস্থা এবং দুর্দশা অবলোকন করে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিত সুপারিশ করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।১১ নভেম্বর মঙ্গলবার সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানান সাতক্ষীরার নাগরিক সমাজ। এর আগে সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তারই ধারাবাহিকতায় ‘সাতক্ষীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পে ১,৯৩০ কোটি টাকা অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।এই কাঙ্খিত প্রকল্পের অনুমোদন পাওয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদকে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা জেলা বাসী।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরাবাসীর অনেক দিনের প্রত্যাশা অবশেষে পূরণ হলো। ‘সাতক্ষীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ একনেক সভায় অনুমোদন পাওয়ায় সাতক্ষীরা জেলাবাসী আজ গর্বিত ও আনন্দিত। সাতক্ষীরা জেলা সমিতি, জেলার সকল উপজেলা সমিতি, সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম, ‘দরদি’ সংগঠন, সাতক্ষীরা ভিক্তিক নাগরিক অধিকার কমিটি এবং জেলা প্রশাসনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সফলতা। পাশাপাশি সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের অবহেলা ও অবকাঠামোগত দুর্দশার চিত্র তুলে ধরতে যেসব গণমাধ্যম, সংবাদকর্মী, তরুণ নেতৃত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধি নিরলস ভাবে কাজ করেছেন। তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।বিজ্ঞপ্তিতে আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাতক্ষীরা জেলার গ্রামীণ অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা ও জনজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করেন সাতক্ষীরাবাসী।