• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৬:৫৭ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৬:৫৭ (20-May-2024)
  • - ৩৩° সে:

নাঙ্গলকোটে পরিবারের সবাইকে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুট

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে এক পরিবারের সবাইকে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে ২ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ১২ ফেব্রুয়ারি সোমবার রাতে উপজেলার জোড্ডা পূর্ব ইউপির দক্ষিণ শ্রীহাস্য এলাকার হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। ৪ দিন পরও ঘটনার কোনো সুরাহা করতে পারেনি পুলিশ।জানা যায়, দক্ষিণ শ্রীহাস্য (খিল পাড়া) এলাকার হাজি বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে মো. হানিফ মিয়ার রান্না ঘরে পরিবারের অজান্তে চেতনানাশক ঔষধ মিশিয়ে চলে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। রাতে তার স্ত্রী সেলিনা বেগম (৩০), মা মমেনা বেগম (৮৫), ছেলে শিফায়েত হোসেন (৮), সৈরব রামিম (৬), মেয়ে রামিজা সুলতানা আক্তার (৩) রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে।১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে হানিফের মিয়ার চাচাতো ভাইয়ের স্ত্রী সুরমা বেগম (৩০) তাদের ঘরের দরজা খোলা দেখতে পান। পরিবারের কাউকে না দেখায় ঘরে প্রবেশ করে সবাইকে অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানালে পুলিশের উপ-পরির্দশক মো. আবু বক্কর সিদ্দিক হাসপাতালে গিয়ে অসুস্থ সবাইকে দেখেন এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ সেলিনা বেগম বলেন, সোমবার রাতে খাবার খেয়ে পরিবারের সাবাই গুমিয়ে পড়েন। এরপর থেকে সবাই অচেতন হয়ে পড়ে। একদিন চিকিৎসা করার পর বাড়িতে এসে দেখেন, ঘরে রাখা ২ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সব হারিয়ে নিঃস্ব পড়েছেন তারা। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এ বিষয় জানতে চাইলে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী মুঠোফোনে জানান, তিনি দুইদিন থানায় ছিলেন না। তবে কল পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।