‘প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির চালিকাশক্তি’
সিলেট ব্যুরো: আমেরিকার নিউজার্সি প্যাটারসন সিটির বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার প্রথম কাউন্সিলম্যান এট লার্জ মো. ফরিদ উদ্দিন বলেছেন, সরকারের বিভিন্ন প্রকারের উন্নয়নমূলক কাজের পাশাপাশি প্রকৃত সমাজকর্মী ও সাংবাদিকরা দেশ ও জাতীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন। তাই সরকারসহ আমরা সবাই তাদেরকে যথাযথ সম্মান দেওয়ার পাশাপাশি দেশ ও জনগণের জন্য বেশি করে কাজ করতে তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে।৯ মে শুক্রবার রাত ৮টায় প্যাটারসন সিটির হলরুমে আমেরিকায় সফরত এশিয়ান টেলিভিশন, দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট পত্রিকার সিলেট ব্যুরো প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফকে প্যাটারসন সিটির কাউন্সিলম্যানদের পক্ষ থেকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, সমাজ দেশের জন্য যারা কাজ করেন তাদেরকে সম্মান দিলে সমাজ ও দেশ উপকৃত হয়। সমাজকর্মী সাংবাদিক বুলবুল দীর্ঘদিন থেকে সাংবাদিকতার মাধ্যমে ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সমাজের অবহেলিত মানুষদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমাজ বিনির্মাণে তার কাজগুলো প্রশংসার দাবি রাখে।অনুষ্ঠানে সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেন, প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির চালিকাশক্তি। প্রবাসীরা দেশে আপনজন ছেড়ে, দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতিকে মজবুত করছেন। বিদেশে জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশায় দক্ষতার সহিত কাজ করে দেশের জন্য সুনাম বয়ে আনছেন। জাতী প্রবাসীদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটি নেতা শাহরিয়ার সারওয়ার মিন্টু, নাছির আলম, করিম আহমদ, আবু সিদ্দিক, প্যাটারসন সিটির ইন্টার্ন লেজিসলেটিভ এইড রাজিন আজওয়াদ, সাকিব আহমদ, মারওয়ান উদ্দিন প্রমুখ।