• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:২৯:২৭ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:২৯:২৭ (20-May-2024)
  • - ৩৩° সে:

ফেরির সম্ভাব্য রুট পরিদর্শনে রাঙ্গাবালীতে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফেরিসেবা চালু করার জন্য সম্ভাব্য নৌরুট পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) চেয়ারম্যান এসএম ফেরদৌস আলম। সারাদেশের সঙ্গে এ উপজেলাকে সড়ক যোগাযোগের আওতায় আনতে ১৭ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় আগুনমুখা নদীতে নৌযানে সম্ভাব্য রুট ঘুরে দেখেন তিনি।এর আগে নৌযানে পায়রা বন্দর হয়ে উপজেলার কোড়ায়িলা লঞ্চঘাট এলাকায় পৌঁছানোর পর স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় যোদ দেন। সভায় কৃষি, মৎস্য ও পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে যোগাযোগ সমস্যার নিরসণে স্থানীয় লোকজন দাবি তোলেন রাঙ্গাবালীতে ফেরিসেবা চালুর।এ সময় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এসএম ফেরদৌস আলম বলেন, পানপট্টি-রাঙ্গাবালী নৌরুটকে ফেরির আওতায় আনতে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিসিএসহ অন্যান্য সংস্থাকে সাথে নিয়ে যৌথভাবে সমীক্ষা করার জন্য আমরা এখানে এসেছি। সরেজমিনে আমরা রুটটি দেখে গেলাম। মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন এ জনপদের মানুষের যোগাযোগের ক্ষেত্রে যে দুঃখ-কষ্ট, সে বিষয়টি আমরা দেখে গেলাম।তিনি আরও বলেন, ফেরি চালুর জন্য ঘাট নির্মাণ, পন্টুন স্থাপন ও সংযোগ সড়ক করার জন্য বিভিন্ন দফতরের সমন্বিত কাজ করতে হয়। যতদ্রুত সম্ভব এই অবকাঠামোগুলো নির্মাণ হয়ে যাবে। আমরা আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ এখানে ফেরি সরবরাহ করবো। আপনারা ফেরি পেয়ে যাবেন।বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের নৌরুট পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুনসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।