• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৯:২১:৪১ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৯:২১:৪১ (20-May-2024)
  • - ৩৩° সে:

বিদেশ থেকে ফিরে কৃষি কাজে ব্যস্ত সময় পার করছেন তাহের

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ছেলে আবু তাহের জীবনের ছয়টি বছর কাটিয়েছেন প্রবাসে। ২০২০ সালের শেষের দিকে বিদেশ থেকে ফিরে আসেন। এর পর থেকে চিন্তা করছিলেন কী করা যায়। পরে নিজের খালি জায়গায় শুরু করেন কৃষিকাজ। এখন পুরোদমে ব্যস্ত সময় পার করছেন কৃষি কাজে।দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও তাহেরের কৃষি কাজের প্রতি একটু বেশিই আকর্ষণ ছিল। ২০২১ সালের জুন মাসে উপজেলার চাঁদপুর ইউনিয়নে প্রায় তিন একর পতিত জমিতে আলু, লাল শাক, শিম, টমেটো, মিষ্টি কুমড়া, বাঁধাকপি ও ফুলকপি, সরিষাসহ নানা ধরনের শীতকালীন সবজি আবাদ করেছেন। এতে বেশ লাভবানও হচ্ছেন তিনি।আবু তাহের জানান, প্রতিবছর ওই জমি থেকে তার লাভ আসে ২ লাখ টাকারও বেশি।তাহের এখন রীতিমতো ওই এলাকার কৃষকদের কাছে মডেল। এত অল্প সময়ে কৃষি কাজে সফল হয়ে সাড়া ফেলেছেন তিনি। তার সবজি চাষ পর্যবেক্ষণ করতে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন বলে জানান তিনি।